প্রতিবাদে প্রতিকার
    সমুন্নত অধিকার
                যুদ্ধ করেই শুদ্ধ হয়    
          দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনিশ্চয়
    
শাসক যবে শোষক হবে
ভক্ষক হিসাবে রক্ষক রবে
অগ্রগতি স্তিমিত
         দুর্গতি বিস্তৃত
                 সর্বক্ষেত্রেই বিপর্যয়


জুলুম হলে কলম নাও
  সফল হতে সবল হ‌ও  
পাল্টাতে হলে উল্টাতে হয়
                    বিপ্লব তারেই কয়


আবেগ কিংবা হুজুগ নয়
        অতীতের অর্জন বিসর্জন নয়
ধর্মহীন কর্ম নয়
        অল্পে তুষ্ট রুষ্ট নয়  
                ভোগে ত্যাগে সমন্বয়
মনুষ্যত্বের বিশেষত্ব
                দৃঢ়ভাবে স্থায়িত্ব পায়
ক্রমান্বয়ে লুপ্ত হয়
                মূল্যবোধের অবক্ষয়।