অবহেলা উপেক্ষা বিরহ
গ্রীষ্মের দাবদাহ
সৃষ্টি করে উত্তাপের আবহ


বর্ষার বর্ষণসম  
    বেদনা কিংবা অভিমানে
          অশ্রু ঝরে দুনয়নে


শরতের আকাশে
                মেঘসম ভাসে
প্রজাপতি-মন তব
             আবেগে-উচ্ছ্বাসে


হেমন্তের হালকা
              কুয়াশার চাদরে
জড়িয়ে রাখো পরম আদরে  


শীতের তীব্রতা
  দূরীভূত করে তা
        তব তনুমনের উষ্ণতা


বসন্তের আবির্ভাবে
পুষ্পিত সুবাস ছড়াবে
          সার্বক্ষণিক অনুভবে।