" ভালোবাসা " সীমাহীন ব্যাপকতা
বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা -----
অন্তরের অন্তঃস্থল হতে
                  উৎক্ষিপ্ত-উৎসারিত
আবেগ-অনুভূতি চমকিত-উচ্চকিত
যেথা বিবেক-মেধা-প্রজ্ঞা অনুরণিত।
   ভালোবাসা শাশ্বত অমিয়ধারা
       সহজাত প্রবৃত্তির ফল্গুধারা
সৃষ্টি থেকে প্রলয় অবধি
          নাই বিনাশ বিশ্বব্যাপী পরিধি
প্রাণে প্রাণে আবর্তিত নিরন্তর নিরবধি।


স্রষ্টাকে ভালোবাসা ---
     শয়নে-স্বপনে-ধ্যানে-জাগরনে
নতশিরে ভক্তিভরে সর্বক্ষণ স্মরণে
           কৃতজ্ঞচিত্তে উচ্চকিত প্রশংসা
       সেই প্রেমই অকৃত্রিম ভালোবাসা।


পিতামাতাকে ---
নিষ্ঠার সাথে শ্রদ্ধাভরে
                স্বার্থ ত্যাজি সেবা করে
অন্যের উপর না করে ভরসা
                 তারো নাম ভালোবাসা।


সন্তান-সন্ততিকে ---
মায়া মমতা স্নেহভরে
          বেঁধে প্রেমের ডোরে
            কর্তব্য পালন করে
বিনিময়ে থাকেনা কোনো প্রত্যাশা
             এরও নাম ভালোবাসা।


প্রেমিক প্রেমিকাকে--
         শাশ্বত বিষয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ
                নিঃসন্দেহে নিস্প্রয়োজন
কত কবি-সাহিত্যিক বিদগ্ধ জন
প্রেমের জগতে সীমাহীন বিচরণ
           প্রবন্ধ-উপন্যাস-কবিতা-গান
কতরূপে কতভাবে করেছে বিরচন
আদি হতে অন্ত পর্যন্ত না হবে অবসান।