তিনশো টাকায় কেনা হয়
                  ত্রিশ টাকার বেল
এক কেজি বেগুন ভাজতে
                  পাঁচ লিটার তেল
পুকুর চুরিতে পেট ভরে না
                 নদী দখলের খেল
কলা চোরের হতে পারে
                   যাবজ্জীবন জেল।


সেজো চাচা হাজি হয়ে
              দানধ্যানে নাম কেনে
বাচ্চা রেখে চাচি ভেগে  
             বিঘ্ন ঘটায় মানসম্মানে
সারাজীবন দূর্নীতিতে লিপ্ত
            শেষ বয়সে বসে ধ্যানে।


সবাই যাকে মুল্য দেয়না
                        করে অবহেলা
জেলেপাড়ায় গেলে তারই
                   রয়না পায়ের ধুলা
দুর্ভাগ্য তার কোনো নেতার
            নাহয় ভায়রা নাহয় শালা
আশায় থাকে একদিন হয়তো
                   ঘুচবে মনের জ্বালা।


অর্জন যার যেমন তেমন
                    গর্জন অনেক বেশি
আমজনতা বর্জন করলেও
                  চামচারা থাকেন খুশি
জনসমর্থন মূখ্য নয়যে
                      সম্পদ রাশি রাশি।