উজ্জ্বল জ্বল জ্বল
                 আলোকিত ঝলমল বিশ্ব
ক্রমান্বয়ে অশ্রুসজল
            আঁখি ছলছল অসহায় নিঃস্ব।


মহামারীর প্রাদুর্ভাবে উত্তাল টালমাটাল
            জনগন স্তম্ভিত প্রাণহীন অচল
যেন তরণীর ছেঁড়া পাল ভাঙা হাল
                         দিকভ্রষ্ট বেসামাল।


একদা যাদের অঙ্গুলি হেলনে
      বিধ্বস্ত বিপর্যস্ত হতো কতো জনপদ
ধ্বনিত হচ্ছে এখন তাদের
              করুণ কণ্ঠের সুতীব্র আর্তনাদ।
      
দেখেছি আন্দোলন ধর্মঘট-হরতাল
    হতো জনজীবন নানা নাজেহাল
              স্বল্প পরিসরে বেহাল-নাকাল
আরো দেখেছি সুনামি,ভূমিকম্প,দাবানল
       পোহাতে হয়নি কখনো এতটা ধকল।


পক্ষান্তরে সাম্প্রতিক মহাদূর্যোগ
                           এতটাই ভয়াবহ
            সৃষ্টি করেছে বন্দীত্বের আবহ
                জনজীবন হয়েছে দুর্বিষহ।


একটি বিষয় কিন্তু প্রতীয়মান হয়
    ক্ষমতার বাহাদুরি কার্যকর নয়
   প্রকৃতির কাছে মোরা বড়ই অসহায়।


পরম করুণাময়ের কাছে
       করতে হবে পুরোপুরি আত্মসমর্পণ
তার উপরেই ভরসা রেখে
               থাকা উচিত সতর্ক সাবধান।