ভুল আর অন্যায়,কখনো এক নয়
কোনো কোনো ভুল ক্ষতিকর হয়,
অনেক রকম ভুল আবার
শোধরানোও যায়।


ভুল করার পর আফসোস যদি হয়
অনুতাপে দগ্ধ হলে প্রায়শ্চিত্তও হয়,
সতর্ক থাকতে হবে
পুনরাবৃত্তি কভু নয়।
ভুল থেকে অনেক সময়ে
শিক্ষণীয়ও কিছু হয়।
পক্ষান্তরে -
অধিকাংশ অন্যায়
জেনে বুঝে করা হয়
ব্যক্তিগত স্বার্থে উদ্দেশ্য প্রণোদিত হয়।
ক্ষমতার অপব্যবহার
আত্মসাৎ-ঘুষ-দূর্নীতি
এরূপ আছে কতো অপকর্ম-কুকীর্তি
নাই প্রয়োজন দেয়া লম্বা ফিরিস্তি।