মূল্যবোধে উপলব্ধি
এস,এন,বাকী (মঞ্জু)
--------------------------


প্রচারে প্রসার   ব্যত্যয়ে অসার
    অভিনব জগত-সংসার,
       নির্বাচনী ইশতেহার
প্রতিশ্রুতি-প্রতারণার সমাহার।

    উন্নয়ন ও প্রবৃদ্ধির গান
        ক্রমান্বয়ে অবসান,
আত্মসুখ অন্বেষণ ও বাস্তবায়ন
     স্বার্থের জন্য সব ম্লান।


গালভরা বুলি    শিকেয় তুলি
   কানে তুলো চোখে ঠুলি
      দ্রুতলয়ে যায় ভুলি।

প্রণয়নকৃত জাতীয় বাজেট
            লুঙ্গি-জাঙ্গিয়ার বুক পকেট
কথার গতি বিমান-রকেট
          সুতার মালায় হীরার লকেট।


রাখাল বালকের মিথ্যে আহ্বানে
       সাড়া দিত জনগণে,
সত্য কথায় অবিশ্বাস
             বাঘ ঘটালো সর্বনাশ।
    এটাই কী পৃথিবীর ইতিহাস।
           ______________