দায়িত্ব - কর্তব্য
এস,এন,বাকী(মঞ্জু)
- - - - - - - - - - - - - -


যে পারে আর যে করে
             দায়িত্ব বর্তায় তারই উপরে
ন্যূনতম যোগ্যতা আর
                            দক্ষতার বিচারে
      আসীন হয় সে ক্ষমতার শিখরে।


সততা স্বচ্ছতা আর নিরপেক্ষ ভাবে
দায়িত্ব কর্তব্য পালনে
                            নিষ্ঠাবান যে হবে
ধন্য সে বরেণ্য সে
              উচ্চাসনে আসীন সে রবে।


স্থান-কাল-পাত্র ভেদে ---
   দয়া দাক্ষিণ্য কিংবা নিঠুর আচরণ
কভু নয় মানবিক গুণাবলীর নিদর্শন
অথবা কোনো প্রকার স্বীকৃত বিধান।
ঔদাসীন্য অবহেলা কিংবা
                         ক্ষমতার অপব্যবহার
দেশ জাতির বিপর্যয় বঞ্চিত অধিকার।
      __________________________
গীতিকার গান লেখে,সুরকার দেয় সুর
সুকণ্ঠী শিল্পীর কণ্ঠে --- গান হয় সুমধুর।