বর্জনকৃত অর্জনের গর্জন
    এস, এন, বাকী (মঞ্জু )
          -----------------


বিশ্বে বিপুল ব্যয়ে কতোরকম
                     সুউচ্চ বিশাল বাসভবন
আবাসনের জন্য যদিও হয় তা নির্মাণ
সুসজ্জিত করতে কতো দক্ষযজ্ঞ
তবুওতো বসবাসের
                 উপযোগী আবাসকক্ষ
খালি পড়ে থাকে অধিকাংশ
                   কিংবা নিতান্তই জনশূন্য
অথচ গৃহহীনের সংখ্যা
       পৃথিবীতে নয় একেবারেই নগণ্য।


  দামী দামী মোবাইল ফোন
     সেগুলোতে অসংখ্য অপসন-ফাংশান
ব্যবহৃত হচ্ছে কতো শতাংশ
                তা করা যাবে না কভু নিরূপণ
       অব্যবহৃত রয়ে যাবে সারাটি জীবন।


ধনীদের বিপুল উপার্জন
        নির্ণয় করা সুকঠিন এর পরিমান
কতরূপ কৌশল কতো পন্থা অবলম্বন
      কতো নিপীড়ন ন্যায়নীতি বিসর্জন
যদিও অতি ক্ষুদ্র অংশ
                             লাগে নিজ ভোগে
তবুও উদ্বুদ্ধ হয়না অনেকেই
                            ক্ষুদ্র অংশ ত্যাগে।
             ______________