এক পৃথিবী ঠোঁট এনেছি
'হোঁটো সে ছুঁ লো তুম'
গোলাপ কুঁড়ি লালায় ভিজুক
কাঁটার ঘায়ে মরুক শকুন।


এস দুজনে জড়িয়ে ধরি
'না উমর কি সীমা হো'
বুকের মধ্যে মুখ গুঁজে বলি
'গীত অমর কর দো ।'


তোমার গলায় বাউল বাজুক
মাটির গন্ধে ছন্নছাড়া
স্বরলিপি খুঁজতে খুঁজতে
'ম্যায় হরদম হি হারা'।


কোন একটি ঠোঁট কেটে যাক
নোনতা হোক মুখের স্বাদ
এখন আমি প্রেমিক হব
রক্ত কথা দিচ্ছি বাদ ।


চুমু খাওয়া শেষ হয়ে গেলে
কমবে হয়তো ঠোঁটের জ্বালা
'অমর গীত' গাওয়া হলে দেখো
শূন্য আমার ভাতের থালা ।