প্রতিদিনই ঘরে ফিরছি
দরজা খুলে দেখি ঘর নেই
জানালা ঝুলছে শূন্য দেয়ালে
আসবাব খাচ্ছে অবাধ্য ঘুনে
তপ্ত মেঝেতে খোলা আকাশ।


নাহ্ ,ভুল দরজায় আমি
আমার ঘরজুড়ে আমার গন্ধ ছিলো
পোকা খেয়ে পেটমোটা দুটো টিকিটিকি
ঘুলঘুলিতে পাতি চড়ুই এর বাসা
ছিলো এ্যাংলো-সুইসের একটা দেয়ালঘড়ি।
ঘড়িটি নেই।


সময় কি থমকে গেছে!
আমি কি অন্য সময়ে?
বিকল্প বাস্তবতায়?
নাকি আমিই অন্য কেউ!
আমি কে?


সড়ক-১
১১ আষাঢ়,১৪২৯