দীপান্বিতা!
সমরেশের দীপা?
সাতকাহনের সেই কিশোরী?
তুমি কে?
কার্তিকের শিশিরভেজা স্নিগ্ধ ভোর না?
ঘোর অমানিশার আলোকছটা তো!
যুগের পরিচিতা কি তুমি ?


তোমাকে দেখেছি কোথাও,
হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে।
নেবুচাদের ব্যবিলনে
সিন্ধুর সবুজে
নীলের স্বচ্ছ্ব জলে
ট্রয়ের উপকন্ঠে
তাজমহলের রূপোলী জোছনায়
শতাব্দীপ্রাচীন সব সভ্যতায়
প্রাগৈতিহাসিক প্রস্তর থেকে এই যুদ্ধের যুগে
তোমার হাতেই তো আমার হাত রাখা।


পূর্বজন্মে বা পূনর্জন্মে
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে
তুমি কত চেনা!
কী বলো? দ্যাখোনি আমাকে?
এই যা!
অথচ তোমার এলোচুল
কপালের টিপ
কপোলের টোল
মঙ্গলদীপে মুগ্ধ মুখ
সব যে মুখস্ত আমার!


সহস্র মুখের মিছিলে
কাঁপাকাঁপা আলোর মশালে
লক্ষ্য কোটি ভীড় ঠেলে
আবারো স্লোগান তুলবো
দীপান্বিতা.......ও দীপা....
চিনবে তো?


১৪ ই জৈষ্ঠ,১৪২৯