কাঁচা সোনা রোদে
কালো কেটে যাবে
উবে যাক সব উচাটন,
মুক্ত শ্বাঁসের মুক্তি মিলুক
ডেডলক ভেঙ্গে দিনযাপন।


উদ্বেগ যা উদ্বায়ী হোক
নীল সবুজের সীমান্তে,
বদ্ধ সময় জব্দ করে
মিলবো জোড়ায় দিনান্তে।


মরণ যখন সংখ্যা হবেনা
আসবেনা ব্রেকিং টিভিতে,
দুঃসময়ের দুঃখগুলো
মুছে দেবো দিনলিপিতে।


রূপসা বুকে রূপার চাঁদে
ঢেউয়ে জুড়বে মায়াজাল
এই কালো কাল 'গতকাল' হবে
সাক্ষ্য স্বয়ং মহাকাল।


২০ আষাঢ়, ১৪২৮।
রোড নাম্বার-১