প্রেমে কেমিষ্ট্রি খুঁজতে গিয়েছি বারবার ,
কিন্তু সেখানে ফিজিক্সের জয়জয়কার ।


মন বিনিময়ে মেলে শুধু হাহাকার ,
উষ্ণ শরীরের উত্তাপে ভরা সে বাজার।


থ্রীজি স্পিডের প্রেমে আমার মেলেনি তাল,
মধু আরোহনে ব্যাস্ত বালকরাই নাকি মাল।


বালিকা বেসামাল পয়সা পেয়ে বা খেয়ে ,
বালকরা জোগান দিতে একাকার ঘেমে-নেয়ে !


ব্লুটুথে বা নেটে সেল হচ্ছে বালিকার সেলফি ,
বালক সচেতন ফ্রেঞ্চ কাট,স্পাইক বা জুলফি।


বালিকার দৃষ্টি কোনটা যায় এটিএম বুথে,
দ্রুতই সে বালকে ক্রাশ খেয়ে তাড়া দেয় শুতে।


মিউজিক্যাল চেয়ারে ঘুরছে বালিকা ধুন্ধুমার ,
কখোন কবে কার পেছনে ধুলোয় অন্ধকার।

মাল্টিপ্লেক্সের মুভিতে কে দেয় চোখ ,
তারচে বরং কাপল সিটে হাতগুলো বিজি হোক ।


বালিকার মান,বালকের ঘাম মিলেমিশে একাকার,
কেউই জানেনা আগামী সকালে তারা কে কার।


নেটের নীল ছবির গোপন গেমে বেসামাল বালক ,
বালিকাকে নিয়ে অমন ড্রাইভিং এ সেও হতে চায় চালক।


লিটনেরা ফ্ল্যাট দেয় ,নিরাপদ বন্ধু সাজে ,
সুযোগ পেলে গরম প্যানে 'রুটি' ওরাও ভাজে।


বিধ্বস্ত বালিকা চোখে ডার্ক শেড নিয়ে বাসায় ফেরে ,
মা চিন্তিত 'মেয়ে আমার ভিষন টায়ার্ড' কোচিং সেরে।


বালক বাসার আদুরে চরম, লক্ষি ভ্যাদা মাছ
কি খাবে ,কি চাইবে বাবুটা তাই তটস্থ মা সকাল সাঁঝ।


একদিন দিনশেষে ভাঙ্গবে হয়ত এ প্রেমলীলা
তাদেরও স্বামী হবে,হোক যতই তারা মুন্নি বা শিলা।


বলছিনা আমি বালক ভাল,বালিকা তুমি চরম বেহুদা ,
দুজনেই দোষি,কম বা বেশি ,মেতে আছি নিয়ে নিষিদ্ধ শুধা।


চলোনা থামাই এভাবে বিবেক বিকোনো
ফুরিয়ে যায়নি সব,সময় রয়েছে এখনো।