বিভেদের বিশাল দেয়াল তোমায় আমায়
স্মৃতির বেদনা নাইবা কাঁদায়
অনুভুতি কি পাথর এখন ?


যোজন ক্রোশ দুরত্ব যা বেড়েছে
স্বপ্নগুলো নাহয় আগেই ঘর ছেড়েছে
জল ঢেলে শান্ত কি দহন ?


রাশি রাশি ঘৃনার ঢেউ উঠছে বুঝি
অহেতুক তবুও তোমায় কেন খুঁজি
অতীতের সমাধীতে কি বিবর্ন ঘাস ?


ভুল হয়ত তুমি নয়ত বা আমি
তবুও ভুল করে তোমার মাঝে নামি
তোমার মাঝে কি অন্য কারোও বাস ?


আদ্র নয়ন ভুলে গেছে দেখতে স্বপন
আমি পুড়লে তোমারও পোড়ে কি তখন
নতুন স্বপ্নের বুনন বেশ এগিয়েছে না ?


অবিশ্বাসের বিষপাষ্পে বিষিয়ে বিদায়
দাবী করা ভালোবাসা হয়নি আদায়
প্রেমের নব সুচনা কেমন চলছে তা ?


আচ্ছা আজ থাক তিক্ত সে অধ্যায়
পুন:প্রকাশ না হলে কিইবা আসে যায়
ছোট্ট জীবন,কেউ পায় কেউ হারায়
কিন্তু জীবন তার যুদ্ধে মাথা না নোয়ায়
শুভ্র হোক জীবন নব আলোর ছোঁয়ায়।