এই যে এই ছাতিম গাছ
এই ছাঁয়ায় এসে উপমা কে নিয়ে দাঁড়িয়েছিলাম
কত হাসি,খুনসুটি,স্বপ্নময় চোখজোড়া ।

এই যে এই বেঞ্চে বসে আছি
পূর্নতার খুব প্রিয় জায়গা ছিলো
কাঁধে মাথা রেখে অনেক ভবিষ্যত
কত আবেগ,ছোট শিশুর মত অভিব্যক্তি।


আর এই যে পুকুরের পাড়টা
এখানে বসে মনরোমা ঢিল ছুঁড়বেই
আমিও,ও থামত না,আমি টেনে তুলতাম
আহ্লাদিটা পুরো ভর আমায় ছেড়ে দিতো।


আর ঐযে ঐখানটায় ...
একি বহ্নি তুমি কাঁদছো ?
আরে পাগলী,কালই না দুজন সমঝোতা করলাম !


তোমার আবির,বিনয় ,প্রিতম সবাইকে তো মেনে নিলাম।
ওগুলো নিয়ে খোঁটাবোনা মেনেই তো রেজিষ্ট্রী হল।
সমাজ,ধর্ম,রাষ্ট্র ঘোষনা করেছে বাকি জীবন তুমি আমি একসাথে ...
তোমার সাথে চুক্তিই তো এই আরোপিত প্রেমের !
গতকাল থেকে তুমিই না আমার স্ত্রী!