মনের পর্দা বড় পর্দা
দেহের পর্দা তোলো !


সাইবাবা ধোঁয়া ছাড়ে সেবাদাসী বরাবর
উন্মাতাল হয় উষ্ণ দেহ দুজনার ।


দেহের পিপাসা পুর্ন হলে
ফুরসত মেলে আত্নার সাধনার ।


বাবা তাই সাধনা করে আখড়ায়
ছাত্ররা ক্যম্পাসের ঘুপচিতে ,অটো-রিক্সায়


কেউবা দৌলতদিয়ায় অথবা লোকাল পাড়ায়
কেউ মেসে,হোটেলে বা বদ্ধ কামরায়


আদিম উল্লাস,চলছে চলবে
জীবনও চলবে স্বাভাবিক নিয়মেই


কিন্তু কেউ খাবে কেউ খাবেনা
তা হবেনা তা হবেনা !!


সেজন্য বরং সমাজতন্ত্রী হই
সুনিশ্চিত হোক রক্ত ও রসের সুষম বন্টন !