আমার একটা কালো ব্যাগে
কষ্ট আর ক্লান্তি
কালো নির্ঘুম চোখজোড়ায়
ঘুমোনোর আকুতি ।


কালো শার্টের কলারে ঘাম
সাদা শুষ্ক রেখা
ব্যাকপকেটের কালো টর্চে
অন্ধকার দেখা ।


আমার হাতের কালো কলম
লিখে যায় নাম
কালো মোবাইল ফোন টা
চার্জ ফুরিয়ে অভিমান।


কালো শহরে ঘুরে ফিরি
জীবনের প্রয়োজনে
কালো মুখে কর্পোরেট হাসি
আমি হাসি মনেমনে ।


কালো জীবন ঘুরছে রোটেশনে
এ্যাট ইয়োর সার্ভিস
কালো রাত বা সাদা সকাল
আমি আছি অহর্নিশ ।


কালো কিছু কষ্ট ছিলো
শুনবে কেউ নেই
কালো হেডফোনেই ভরসা
কানে গুঁজে দেই...


(৫ জৈষ্ঠ,১৪২২)