রক্ত কিংবা সাইন পেনে তোমার নাম
প্রেম রটে গিয়ে তোমার আমার বদনাম
ছোট্ট ডায়রীতে এক দিন না দেখার অভিমান
সেদিন মনে হয়!


ঘুমভাঙ্গা ভোরে তোমায় নিয়ে হাঁটা পথ
চলতি পথে "ছেড়ে যাবোনা "বলে অজস্র শপথ
দেড় কিলো রাস্তার দ্রুত ফুরোনোর বিপদ
সেদিন মনে হয়!


টিউশন উপলক্ষ্য, লক্ষ্য দীর্ঘমেয়াদি  স্বপ্ন গাঁথা
সেকেন্ড কয়েকের সুযোগে কোলে মাথা রাখা
ছেলে মেয়ের নাম রাখা ,আরো কি সব যা তা
সেদিন মনে হয়!


কমনরুমের কোরিডোরে খুঁজে ফেরা মুখ
টিফিনের ফাঁকে শতচোখ লুকিয়ে দেখার সুখ
কাঁপা হাতে চিঠি লুকিয়ে দেওয়া টেক্সটবুক
সেদিন মনে হয়!


তোমার পুরোনো হাসিতে ছাব্বিশের ছাপ
চাহনীতে বদলে যাওয়া সময়ের অভিশাপ
আজ তোমায় আমায় দশক দুরত্বের প্রভাব
এমনও হয় !


(৮ বৈশাখ ,১৪২৩)