কি দামে তোমার এ কোন মন কেনা
চিনতে পারার আগেই অচেনা
ফেরা বা সরে যাওয়ার দোটানা ।


প্রাণপ্রিয় সে প্রেম বিয়োগের খাতে
ঘন হয় আঁধার প্রতি রাতে
নিয়ত বিনাশী যুদ্ধ নিজের সাথে ।


দাবি না হয় ছেড়ে দেওয়া যাক
দৃষ্টি থাকুক ই না আজ নির্বাক
দুজনের ত্রুটিগুলো ছুটিতেই থাক ।


কোথায় তোমার আজকের বসবাস ?
শেষের আগে একবার যৌথ নি:শ্বাস
নেব,যেভাবে নিতাম আগে বারোমাস ।


সীমান্তের বিস্তৃত বিলাসী মেঘে
তুমি আমি চারহাত হাতে মেখে
দেখি না স্বপ্ন আরেকটিবার এঁকে ।


তোমার তুমিতে আমি মিশে
মুক্তি পাও নীল তুমি যে বিষে
তুবুও ভয়,কিভাবে কি হয় কিসে!


(২ পৌষ,১৪২৩)