পঁচিশ বছর পরে
যেদিন হঠাৎ হব তোমার মুখোমুখি
অবনত নয়ন,হালকা চোখাচোখি
পারবে তো চিনতে আমায় ?


পঁচিশ বছর পরে
পড়বে কি মনে কি ছিলাম দুজনে
ছিঁড়েছে বাঁধন,ভেসেছি মোরা দুই ভূবনে
হবে নাকি ফেলে আসা স্মৃতি স্বরণ ?


পঁচিশ বছর পরে
চালশে ত্রুটির চশমা গলে
বয়সের ভারে বসে যাওয়া গালে
পরবে নাকি দু ফোটা অশ্রু গড়িয়ে ?


পঁচিশ বছর পরে
ফুরিয়ে যৌবন,বিধ্বস্ত মন যখন
টান চামড়া ভেঙ্গে মলিন তখন
কপালের ভাঁজে থাকবে নাকি বিস্ময় ?


পঁচিশ বছর পরে
লেখা চিঠিগুলো,কিছু এস এম এস
প্রাণশক্তি যখন ধীর নি:শ্বেষ
তখনো কি থাকবে এই ঘৃনা বিদ্বেষ ?


পঁচিশ বছর পরে
তোমার সেলফোনে হয়ত অযতনে
আমার নম্বরটি পাবে ঠাঁই কোন কোনে ?
তখনো কি চলবে উপেক্ষা ?


পঁচিশ বছর পরে
আধাপাকা কেশে,বয়সী বেশে
এদিনের এই টাটকা স্মৃতি হৃদয়ে ঠেসে
হবেতো সহ্য, দৈবাত যদি পড়ি স্মরণে ?


পঁচিশ বছর পরে
সকালের সোনালী সুর্যোয় হতেই থাকবে ভোর,
শরতের চাঁদ উঠবে আকাশে,থাকবে জোনাকীর শোর ,
বদলাবে তুমি,বদলাবো আমি ; বদলাবে অপরাপর !