রূপ লাবণ্যে হাজার গুণে ভরা আমার দেশ
মাঠে ফলে সোনার ফসল মনোরম পরিবেশ
সারি সারি গাছের বহর—ডালে পাখির গান
আঁকাবাঁকা পথ ছুটে যায়-মন মাতানো টান
আকাশ ছুঁয়া উঁচু পাহাড়-প্যাঁচ লাগানো পথ
শাদা কালো মেঘের ভেলা উড়ে বেড়ায় শ্লথ
হাওর বিলে মাছের বাসা-জেলের মুখে হাসি
নিবিড় ছায়ায় রাখালিয়া বাজায় করুণ বাঁশী
নদীর বুকে জলের খেলা—ছলাৎছলাৎ সুর
ঢেউ খেলানো সাগর পাড়ে মনে লাগে ঘোর
বৃষ্টি বাদল আষাঢ় শ্রাবণ গ্রীষ্ম পোড়া রোদ
এক জীবনে শেষ হবে না—মাতৃভূমির শোধ।