একটা বেঘোর স্বপ্নে তলিয়ে যাচ্ছি আমি,
তলিয়ে যাচ্ছে আমার গাভীর রাত,
আমার জেগে থাকা,আমার নিথর দেহ,
কোথাকার এক সবুজ রুমাল—
আমার পদতলে মেলে ধরেছে তার স্বরূপ,
আমি রুমালের কারুকার্যে বুদ হয়ে থাকি,
বুদ হয়ে থাকি রুমালের প্রান্তঘেষে ছুটাছুটি করা
এক রূপবতী সলজ্জিত নারীর ভিতর,
তাঁর নীরব চোখ আর মুখ—
আমার নতমুখী জীবনের ডগায় গজিয়ে
তুলে নতুন কিছু আশা,
আমি আশার জলে সাঁতরাতে সাঁতরাতে
তলিয়ে যাচ্ছি আরো......
আরো গভীরে,
একটা রুমাল আর একজন নারীর জন্য
তলিয়ে যাচ্ছি আমি,
একটা বেঘোর স্বপ্নের ভিতর তলিয়ে যাচ্ছি আমি।