বদলে যাওয়া দিন
🔴
তোমার বাড়ীর পাশ দিয়ে যাচ্ছি—
বেলকনির কাপড়চোপড়, দরজা-জানলা
ছুঁয়ে আসা বাতাস গায়ে মাখছি—
কোনো ফিলিংস হচ্ছে না,
এক সময় উষ্ণ আগ্রহে এ পথে আসতাম-
পথের ধুলোবালি গায়ে মাখতাম,
এক সময় এখানকার বাতাসে মিশে থাকতো ষোড়শীর ভেজা চুলের মৃদু ঘ্রাণ,
গ্রীবা-ঠোঁট-বুক-নাখ-নখ চুম্বন করে আসতো রোদ,
উদাস দুপুর, পড়ন্ত বিকাল,বাড়ন্ত রাত —
সবগুলো এক সময় এখানে বসে ক্লান্তিহীন
আমি গিলে খেতাম,
তোমার বাড়ীর পাশ দিয়ে যাচ্ছি—
অথচ, এই সামান্য সময়টুকুও এখন সহ্য হচ্ছে না,
দিনগুলো এভাবেই বদলে যায়!