দ্বন্দ্বের নেই শেষ
ঘর থেকে বাহিরে
প্রেম প্রীতি ভালোবাসা
হারিয়েছে আহারে!


ভুলে যদি খসে পড়ে
পান থেকে চুন
ধৈর্য্য হারিয়ে-
করে বসি খুন


গালাগালি চুলাচুলি
মারামারি যা
করে যাই সবকিছু
সয় যত গা


আদর সোহাগ প্রেম
বিলানোর সুখ
ঐ সব ভুলে গেছি
তাই এতো দুঃখ


এসো আজ সব ভুলে
হাতে রাখি হাত
ভাই ভাই হয়ে রবো
বিলাবো সোহাগ।