২৫.
মেঘলা আকাশ,বিষণ্ণতা সবটাই মোর
তোমার ঘরে থাকুক আলোকিত ভোর!
২৬.
কেউ ভোগে সম্মান খোঁজে
কেউ ত্যাগে সম্মান বোঝে।
২৭.
বাঁচার যে পথ খুঁজি তারও আছে শেষ-
একদিন সবার মতোই হবো নিরুদ্দেশ।
২৮.
ভেবো না সব ভুল শুধু আমার একার
তোমারও কিছু ভুলে নেমেছে আধাঁর।
২৯.
অমিল মনে আর কতদূর হাঁটা যায়?
প্রশস্ত পথও ছোট হয় সংকীর্ণতায়।
৩০.
বুকে আকাশ পুষো অবয়বে পাহাড়-
শত্রুমিত্র সম ঠাঁই পাক হ্রদয়ে তোমার।