প্রহরী তুমি টাকার বদলে
রাত করেছো ক্রয়
বৃষ্টি-বাদল-গ্রীষ্ম-বর্ষা
সব করেছো জয়।
.
কনকনে শীত পাহারা দিচ্ছ
আমার বাংলাদেশ,
আকাশের খামে লিখেছো জেগে
মনের দুঃখ,দ্বেষ।
.
কেউ বুঝেনি রাতজাগা ওই
বিরহী প্রেমের গীত,
ষোড়শী বধূর শূণ্য রাতের
পিপাসার অমৃত।
.
ভাপসা বাতাসে হারিয়ে গেছে
জীবনের কত গান
রাতের ভাজে পাঠালে কত
অদেখা অভিমান।