তোমার দয়া যায় না কষা
যায় না করা শেষ
তুমায় ভেবে পাই না কিনার
হই যে নিরুদ্দেশ
জীবন দিলে যবান দিলে
চলার জন্য পা
সুস্বাদুময় জিহবা দিলে
খাচ্ছি ইচ্ছে যা
দেখার জন্য চক্ষু দিলে
শুনার জন্য কান
বিবেক খাটার বুদ্ধি দিলে
নাক পেয়েছে ঘ্রাণ
কায়ার মাঝেই এতো মায়া
এতো নিখুঁতময়
যুক্তি দিয়ে যায় না মাপা
তোমার পরিচয়।