ক্ষমতার মসনদ—কারো কেনা নয়
ভাড়াটে চেয়ারে বসে—এতো হৈচৈ?
তুমি আছো আজ—কাল হবে কেউ
তোমাকেও ছুঁতে পারে ভয়ানক ঢেউ
এ মাটিতে লেগে থাকা রক্তের দাগ—
একা কারোর নয়—এক সিকি ভাগ।
দেশটাও নয় কারো মৌরোসি মাল—
চালাবে সেখানে শুধু আপন খেয়াল
সবাই সমান মোরা—সবার এই দেশ
একসাথে রবো মোরা সুখেদুখে বেশ।