ওরা চলে গেছে আলোহীন পিনপতন
নিরব খাঁচায়,
মধ্যখানে ভুলে ঢুকে পড়েছিল জন্তুর গৃহে,
না!জন্তু নয়; তার চেয়ে ও ভয়ংকর
কোনো জগতে,
এখানে মানুষ নেই-
আছে দুই পা দুই হাত বিশিষ্ট কতেক প্রাণী,
এরা দেখতে ঠিক মানুষের মতো ,
কিন্তু মানুষ হয়ে উঠা তাদের পক্ষে
সম্ভব হয়নি,
তাদের গড়া ভবনের প্রতিটা ইটের খাদ্য-
মানুষের পোড়া মাংস,
দেয়ালগুলোতে ভাসে রক্তের প্রিন্টিং,
কলিং বেলে বাজে বাঁচার আর্তনাদ,
বালুকণায় মিশে থাকে শ্রমিকের ঘাম,
তাদের টাইলসগুলো হাড্ডির
কারুকার্যে সজ্জিত,
এসির বাতাসে থাকে লাশের গন্ধ,
মানুষের কলিজা খেয়ে ষোড়শী হয় ধন,
এভাবেই নির্মিত তাদের ভবন।