শেষ রাতের ঐ মধুর রসে তৃপ্ত করে বুক
বিনিদ্র চোখ প্রেম সাগরে যায় যে দিয়ে ডুব
অশ্রুস্রোতে গড়িয়ে পড়ে বিরহী শোকগাথা
প্রেম দরিয়ায় ঢেউ খেলে যায় স্তব্ধ নিরবতা
জায়নামাজে দাঁড়িয়ে করে প্রভূর সনে গীত
আধার ঢাকা বন্ধ ঘরে জ্বালাও নূরের  দীপ
ভালোবাসার শুভ ক্ষণে দাও গুজিয়ে ফুল
নিশি রাতে উঠবে জেগে শুদ্ধ প্রেমের দোল
নিথর দেহে চাও যদি ঐ বেহেশতি জযবাত
তাহাজ্জুদে করতে পারো প্রভূর সনে বাত।