আমি নইতো কবি, জানা নেই কবিতার ভাষা,
শুধু এতটুকু জানি সত্যের পুজারী করা।
সত্যকে আজ মানুষ,
অবিশ্বাস্য ভেবে মিথ্যাকে নিচ্ছে বেছে।
তুমি মানুষ! হে তুমি একটা আস্ত মানুষ,
তোমাকে কি স্রষ্টা দিয়েছে গাইতে শুধু মিথ্যার জয়গান?
তোমার বুলিতে আজ হাজারো মিথ্যার অম্লান।
ভাবছো, করে ফেলেছি বেশ?
কিছুই পারবেনা করতে তুমি শেষ।
(সংক্ষেপিত)।