হঠাৎ ইচ্ছা জাগে,
প্রিয় বন্ধুর শহর দেখতে।
মনের অজান্তেই ছুটে চলি,
দূর অজানা সীমাম্তে।
বন্ধুত্বের বন্ধনে করেছে যে মুগ্ধ মোরে।
অনেক আশা ভরসা নিয়ে,
গিয়ে পৌঁছি বন্ধুর শহরে।
আবেগ আর আপ্লুত মনে,
বন্ধুর মুখখানা দেখতে খুব ইচ্ছে জাগে।
হঠাৎ ফোনে জানতে ইচ্ছে করে,
আছো কি তুমি বাসায় বসে?
কোন এক মৃত্যুর সংবাদে বন্ধুর বাবা-মা,
যায় চলে নানুর বাড়ি চির বিদায় দিতে।
আপ্লুত কন্ঠে বন্ধু জানাতে চেষ্টা করে।
বন্ধু ও তার ভাইকে নিয়ে বাসায় থাকে একা বসে।
খুব ইচ্ছা ছিল বন্ধুটা হয়তো দিবে দেখা,
কিন্তু নিয়তির খেলা হলোনা দেখা।
সমাজ যে আজ খুবই অযাচিত প্রলাপ দিয়ে,
জীবনটা দিবে ধ্বংশের পথে।
যাহোক; কোন একদিন হবে দেখা,
মুখোমুখি হবে কথা,
প্রিয় বন্ধুত্বটুকু থাকবে টিকে,
যত দিন ভূলে না যাবে।