কোন সপ্ন নেই চোখে আজ, এলোমেলো সপ্নের ছিলো না ভাজ
সপ্ন গিয়েছে বাতাসে উড়ে, যে সপ্ন ছিলো তোমাকে ঘিরে।


পূর্ণ হলো না তো সপ্ন আমার, দোষটা ছিলো বেকার থাকার
বয়সটাও তো অল্প ছিলো, সবে যৌবন শুরু হলো
সব সপ্ন মুছে গেলো,যখন জীবন শুরু হলো।


তুমি আজ অন্যের বুকে, চূর্ণ করে আমার সপ্নটা কে
দোষ কি শুধু আমার ছিলো, তোমারো তো বয়স অল্প ছিলো।


পুতুল খেলা খেলতে তুমি, লাল কাপড়ে খুঁজতে স্বামী
পেয়েছো স্বামী ষোল বছরে, আমার সপ্ন চূর্ণ করে।


থাকো তোমরা ভালো থাকো, থাকুক তোমাদের ভালোবাসা মাখো মাখো।