সব্যসাচী জামান
২৮/০১/২০২১ খ্রি:।


মৌ, কি রং তোমার সবচেয়ে প্রিয়?


সাদা


দুর পাহাড়ের গায়ে দ্যাখো
সাদা জোছনার লহরী।


নাহ, এতটা হাল্কা নয়-
অধিকতর গাঢ় চাই আমার।
ঠিক কাফন রঙের সাদা।


নেগেটিভিটি খোঁজা তোমার অভ্যাস, মিতা।


আমি সফেদ বসনে নিজেকে মোড়াবো বলে প্রস্তুত রেখেছি সকল আয়োজন।
অরন্য, নিকোটিনের গন্ধ তোমার খুব প্রিয়, তাইনা!


হ্যা, অভ্যেস আর কি।


আর আমি ভালোবাসি সদ্য জ্বালানো চিতায় পোড়া মাংসের গন্ধ।


আবার!


অরন্য, তুমি অনেকটা বুনো স্বভাবের, হিংস্রও বটে।
কেন?


প্রতিটা চুম্বনে রক্ত ঝড়াও বলে।
দ্যাখো আমার ওষ্ঠপল্লব জুড়ে বিক্ষত ভালোবাসা,


তাই! জানিনাতো,


আগ্রাসন আমার ভাল্লাগেনা, তবু
বারবার ফিরে আসি রক্তাক্ত হতে।
এ এক কমপ্লেক্স অনুভুতি।
আদিম মানুষের আদিম খেলা।


বিস্তর অমিল আমাদের
তবু মুহুর্ত কাল ছাড়তে না'রি।


অরন্য, জীবন এতটা জটিল কেন?


ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন বলে।


ধ্যাত।


সত্যি তাই, ইভের জন্ম না হলে পৃথিবী সরল হতো।
চল, উঠি।