সব্যসাচী জামান
২২/০৪/২০২১ খ্রিঃ।

মৌ, তোমার পিয়ানো-
আমার হৃদয়ে বাজে,
শতেক কান্নার সুরে।

দীঘল  আঙ্গুল
যতটা মশগুল
ততটা আঁচড় গভীরে।

নিযুত স্বপ্ন ভাঙা কষ্ট
জমে জমে দ্যাখো,
তোমার শাড়ির জমিন
বেদনাবিধুর কত নীল!

অতঃপর উড়ে গ্যালে
শুকনো ঝড়ে হৃদয়ের
যত কথকতা,
আড়ি পেতে শোন
গহিনে জেগে আছে
শুধু পিয়ানোর মর্মরতা।