সব্যসাচী জামান
২২/০১/২০২১ খ্রিঃ।


বাইরে দ্যাখো মৌমিতা,
আংগিনায় আসমান ভাঙা জোছনার ঢল,
ধূসর জমিনের বুকে দুধসাদা আলোর ঢলাঢলি।
অথচ নিত্য খুঁজে বেরাও তুমি নিঝুম কবরের ঘ্রাণ।


অধর হতে ঝড়ে গ্যালে প্রয়াত চুম্বনের রেখা
তুমি অনন্ত অন্তরীক্ষে ম্যালো তোমার পাখা।


হয়তো অসীম শূণ্যতা পেড়িয়েছি আমরা দুর্বল ডানায় চেপে।
চেংগিস খাঁনের আরক্ষ সীমান্ত ছেড়ে
মন বেহুলার দেশে,
পোড়া বেদুইন বেশে।


আঁধারের কোল ছেড়ে
তুমি ফিরে এসো, মিতা
রাঙা সীমন্তিনী কেশে।


নাহয়, আমাদের যুগল প্রণয়
হারায়েছে কর্ণফুলীর বাঁকে
ভ্রস্ট নদীর স্রোতে।


তবু এ কাহিনী বেঁচে রবে
কুহকিনী উর্বীর
হারানো প্রেমের গীতে।