কবিতা, আজ গোলাপের দিন
তোমার আশায় আজও আমি
একগুচ্ছ গোলাপ হাতে
সেই প্রথম সন্ধ্যার মত


শহীদ মিনারে আজও মানুস আছে
আমিও
নেই শুধু তুমি
এক গুচ্ছ গোলাপও আছে


গোলাপ। ভেনাসের পায়ের রক্তের
গোলাপ।
সময়টা সেই সন্ধ্যার মতই
পার্থক্য একটাই
গোলাপ নেয়ার মত কেও নেই
কেন নেই তুমি!


আরব্য রূপকথার সেই বুলবুলি যেন আমি
আহত আর রক্তাক্ত
লাল রক্তেই যেন লাল ও গোলাপ
তবে কি রক্তে তোমার এলার্জি হয়!


জানতে চা'ব না। কখনো।
তবুও আসব জেনো
ব্রহ্মা'র দেখানো সেই ফুল হাতে
কিংবা ভেনাসের।
আমি আসব জেনো।


(০৭/২/২০১৬ লিখিত)