মনের মাঝের আকাশটাকে গাংচিলেদের ডানার সাথে
কবেই যেন ভাসিয়ে দিলাম সাগর স্রোতে
যা আর এখন স্মৃতির পাতায় ভাসেও না।


আত্মাগুলো আত্মছাড়া হাসে যেন অট্টহাসি
চারদিকটা কাপিঁয়ে ওঠে
তবু ও ভাই ভয়ে হৃদয় হয়না যেন রক্ত শীতল!


নেই যেন আর হারানোর ভয়
ভালবাসাটাই শূন্য আজ
মানুষগুলো মরীচিকা বাঁচতে হবে বাঁচছে তাই।


কিছু লোকের স্বপ্ন বিশাল কিছু হচ্ছে নিষ্পেষিত
চলছে জীবন এই গতিতেই চলবে যেন বোহেমিয়ান।