ধর্ম কোন মুক্তি আনে না
আনে শৃঙ্খল জীবনে
নিয়ম নীতির শিকল বেড়ীতে
বাঁধে চিন্তার ঘুড়িকে।


ধর্ম নিয়ে এত হানাহানি
এত মারামারি ভুবনে
আপন ধর্ম সেরা ধর্ম ভেবে হয় যারা খুশ
তারাই জাগায় চির অশান্তি বিভেদের এই রোষ।


মুক্তির মানে জানি নাতো আমি
বিরাজ ও শান্তি ভুবনে
ধর্ম আনে যে প্রানেতে শান্তি
এই ছিল জানা জীবনে।


ধর্ম নিয়ে লিখো নারে ভাই
লেগে যাবে পুরো দ্বন্দ্ব
সুধী সমাজের এই যে বানী
বুঝি না ভাল কি মন্দ।


ধর্মে ধর্মে করি না বিভেদ
আমি নাগরিক বিশ্বের
মানুষ হিসেবে এসেছি ভুবনে
এই পরিচয়ে সদা ভাস্বর।


সফেদ বিহঙ্গ