শোন, আজ আমি ছন্দ পতন ঘটাবোই
একই রকম ফ্রেমে বেঁধে
একই রকম লেখা লিখে
আর কতটা কাল চাও কাটাতে
হয়েছে এবার লেখা,থামাও তুমি।
তোমার একই ধাঁচের মনোবিবৃত পড়তে পড়তে
এখন আমি ধৈর্যহারা,
কিছু কংক্রিট দাও
কিছু যুদ্ধ দাও,কিছু সংঘাত
তা না হলে কি করে আমি তোমায় নিবিষ্ট থাকবো
বলতে পারো?
তুমি একঘেয়ে ঘ্যেনঘ্যেনে জীবনের গান
অস্তিত্তের অনুভূতির কথাই যদি বলে যাও
তবে আমারোতো ধৈর্যচ্যুতি ঘটতেই পারে
তুমি বরং এখন বিদ্রোহের কথা বলো
সেই পুরাতন প্রেমের গাঁথা এখন আর ভাল্লাগে না
এখন থাকবে ফাইটিং, চিৎকার
সম্পর্কের টানাপড়েন আরও কতকিছু
তুমি বরং লাল বেলুনের দিন ভুলে যাও
আনো ভায়োলেট বেলুনের সংমিশ্রণ
জীবনকে নতুনভাবে নাও
নিজেকে সাজাও নতুন করে।