চোখের অদূরে ঘোলাটে আকাশের ভিড়ে
নিদ্রারা যখন কাক হয়ে দূর নীলিমায় মিলিয়ে যায়
সন্ধ্যের পড়ন্ত বেলায় আমিও অধীর হয়ে থাকি তোমার অপেক্ষায়।
রাতের তারারা ফুল হয়ে মাঝে মাঝে ঝড়ে পড়ে
পাখি হয়ত ভুলে দু-চার লাইন গেয়েও ফেলে
কিন্তু আমি জানি, তোমার আকাশের কোথাও আমি নেই।
ভোরের সূর্য ওঠে, নতুন দিগন্তে চারিদিক উন্মোচিত হয়।
আমিও ভুলে যাই পুরানো সকল স্মৃতি।
দিন বদলের মোহমায়ায় জীবন ঠিকই পাল্টে যায়
স্মৃতিরা নতুন আকাশ দেখে।
পাল্টে যায় সকল জীবন যাত্রা।
গগন ও গহনে জাগে নব তারার মেলা
যেন উন্মীলিত হয় নতুন এক তারকা মেলার অভিরাম শোভাযাত্রা।
আর যেন মন্দিরের ঘণ্টা ধ্বনির মতো বিদায় নেয়
পুরনো সকল মন্থর স্মৃতি।
জীবন যেন ভাষাহীন হয়ে দুহাত বাড়ায়
নতুন স্বপ্নে বিভোর হবার এক অধীর আলিঙ্গনে।