প্রানের আবেগে, যাক না ছুটে একটা আকাশ।
একটা রঙিন স্বপ্ন আঁকা রংধনু।
কেউ একজন থাক না পালের দাঁড় টেনে।
মন ফানুশের উত্তাল ঢেউ চোখ জুড়াক।
কে চায় বলো! এ ভুবনে হারিয়ে যেতে!
স্বপ্ন হাতে তারার মাঝে বিলীন হতে!


কিন্তু ভাবনাগুলো ছিটকে যখন গুড়িয়ে পড়ে।
দুঃস্বপ্ন আলতো করে জাপটে ধরে।
জীবন যখন অসঙ্গত আর খাপছাড়া।
তখন যুক্তিবাদী মানুষগুলো বড্ড একা।


যেনো কল্পলোকেয়ো বাস্তবতা কড়া নাড়ে।
আর মনের মাঝের অসঙ্গতি জানিয়ে যায়।
বিদ্যুৎ বেগে খেলে মনের অংকগুলো।
সব কিছুতেই হেরে তখন শূণ্য যেনো।
জীবন পথিক আমিও হাসি খাপছাড়া।
ভিন্ন জগৎ, ভিন্ন সময়, মুহূর্তরা।