কবিতা তোমার জন্য এক আকাশ প্রসন্নতা
এক রাস গোলাপ ছড়ানো পথের কাঁটা
এক পাহাড় অশ্রু ঝরানো ঝর্না ধারা
কবিতা তোমার জন্যই তো শত অপেক্ষা
আকাশ কে কাঁদিয়ে বৃষ্টি ঝরানো
কুয়াশাকে নিজ থেকে ডেকে নিয়ে আকাশ দেখানো
যেন সে চারিদিক কালো করে রাখে।
তোমার গদ্যমাখা পংক্তিরা যখন চিৎকার করে ওঠে
কবিতা আমি নিঃস্ব হয়ে যাই,সম্বিৎ হারিয়ে ফেলি।
কবিতা তোমার আকাশে তো অনেক রঙ
তবে দাও না আমার এ ছোট্ট আকাশ রাঙিয়ে
কবিতা তোমায় ফেলে যাব না কোথাও কথা দিলাম
এ যে নিঃশ্বাস নেয়ার মতো
কেউ কি কখনও ভুলে যায় নিঃশ্বাস নিতে।
কবিতা তোমার আকাশের ঝকঝকে তারাগুলো
ঠিক আমায় মনে করবে দেখে নিয়ো।
কবিতায় কবিতাময় হয়ে ঠিক বেঁচে থাকবো
এই জীর্ণ কবিতাহীন,ছন্দহীণ,রঙহীন জগতে তুমি জেনে নিয়।