নির্মমতার বেদনায় ঘেরা এ পৃথিবীর যত ইতিহাস
রাজনীতি আর সমাজনীতি সবকিছু যেন বকওয়াস
তবু ঘুরে ফিরে যেন একই কথা বলি
দিন শেষে যেন হিসেব গুনি
কি পেয়েছি আর কি দিয়েছি হেথা
স্বার্থের জালে আঁটকে বাঁচি
নিজেকেই যেন অফসাইড করি
আত্মভোলানো এ বিবেক।

নিজেই নিজেকে সাপোর্ট করি
বেঁচে থাকি এ ভুবনে,
অনুশোচনার অভিশাপ থেকে
নিজেকেই ঢাকি যতনে
বাঁচা লাগে মোর এ ভুবনে হায়
দিন শেষে দেখি কেউ কারও নয়
চলছে পৃথিবী তুমুল গতিতে হারিয়ে যাচ্ছি এ আমি
যত নীতিবোধ,বিবেক সত্য গুলিয়ে ফেলছি যেন হায়।
স্বার্থবাদের প্রাকার পৃথিবী ডাকছে মোরে দুহাতে
তারই হাতে যেন ফুলের গুচ্ছ আমি ও বিবেক দুজনই তুচ্ছ।

হায় পৃথিবী হায়রে মানুষ জেগে ওঠো স্বপ্রয়াশে
নির্মমতার নিখাদ বানীতে কাঁদো নাতো তুমি আর যে
অস্ত্রের ভারে কুপোকাত তুমি কথার তোড়েতে নাজেহাল
জীবের জীবনী কতকাল আর বইবে বলো এ তুমি।


সফেদ বিহঙ্গ