আমি মনের অজান্তেই কখন যে তোমাকে চেয়েছিলাম আমি নিজেই জানি না।
আমি কখনও অপেক্ষা করি না।
আমি অপেক্ষা করতে পছন্দ করি না।
তাও যে কি ভীষণ অপেক্ষা, আমি তোমাকে বোঝাতে পারবো না।
জীবন যুদ্ধে জিতে যাবার এক তীব্র আকাঙ্ক্ষা, হেরে না যাবার এক কঠিন সংকল্প।
গহীন মন কুটিরের সে যে কি ভীষণ এক অপেক্ষা তা তোমায় বোঝানো যাবেনা।
অপেক্ষার সিঁড়ি বেয়ে আজ আমি ক্লান্ত।
আজ আমি মানুষ হিসেবে বহু উপড়ে না খুব নীচে নেমে গেছি নিজেই তা জানি না।
স্বপ্নগুলো হারাতে হারাতে এখন সেখানে দুঃস্বপ্নও দানা বাঁধে না।
জীবন যুদ্ধে হেরে গেছি না অন্য এক আকাশ ছুঁতে হাত বাড়িয়েছি তাও আর বুঝতে পারিনা।অনুভুতিগুলো অনুভূতিহীন হতে হতে শারীরিক কষ্টে রূপ নিচ্ছে ।
যেন আর নিতে পারছে না কিন্তু তবুও হাল ছাড়ছিনা, ছাড়বওনা।
মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি লড়াই করব সন্দেহাতীতভাবে।
এ এক ভিন্নরকম লড়াই অস্তিত্তের সাথে মনের দ্বন্দের লড়াই।
জয় পরাজয়ের এক হিংস্র শীতল লড়াই।