ইট কাঠের এই কনক্রিটের শহরে
নিয়ন আলোর মাতাল আত্মারা মরীচিকা হয়ে ঘুরে ফিরে।
রাতের তারা ধোঁয়াশা হয়ে মলিন হয়ে যায় কার্বনের এই দূষণ গগনে।
তাও চাঁদ ওঠে আকাশে চমকায় কখনও পূর্ণিমা বা কখনও অমানিশা হয়ে।
রাতও থেমে থাকে না কখন ফুরিয়ে দিনের আলোয় হালকা হয়ে জেগেই থাকে।
গগণ বিদারী চাঁদ এখন আর হারায় না দিনের আলোয় দুচোখ মেলে তাকিয়ে দেখে।


এ জীবন ঠিক চলে যাবে জীবনের মত করে শুধু ফুরিয়ে যাবে হয়তো স্বপ্নগুলো।
তা নিয়ে আর কেউ আর ভাবে না।
জানে! জীবনে ভাববার হয়তো একটা সময়ে আর কেউ থাকবে না!


এখন সময় কোথায় ভাবনার!সময়কে সময় দেবার।
কাক চিলেদের দরবারে এখন খুব রেষারেষি মানুষ তা নিয়ে এখন আর ঘাবড়ায় না।


কেননা এখন সকলই ফানুস কেউ আর মানুষ না।