হাত বাড়িয়ে যায় না ছোঁয়া মন বাড়িয়ে ছুঁই
বুকের মাঝে যায় না পোষা প্রানের মাঝে বই
বকুল ঝরে চোখের মাঝে সাগর জলে রই
হাত বাড়িয়ে পাই না কাছে চোখের মাঝে বই।
বসন্তেরই মাতাল হাওয়ায় প্রানের আবেগ মাঝে
বিশ্বনিখিল তাকায় যেন আমার ফুলের বনে
কৃষ্ণচূড়ার লালচে হাওয়ায় আমার এ মন কাঁদে
শান্তি খুঁজে পাই না যেন বিশাল এ মন জুড়ে।
ভাবনাগুলো অশান্ত আজ মত্ত পৃথিবী
উন্মুক্ত প্রাণের মাঝে চলছে যে লড়াই।
স্বপ্ন খুঁজে পাই না আমি বন্য হয়ে যাই
প্রাণের মাঝে আকুল হয়ে নিজেতে হারাই।
মন বাড়িয়ে হাতড়ে বেড়াই স্বর্গ সুখের দ্বার
পাই না খুঁজে কোনখানে তাই অস্তিত্ত জুড়ে যেন শুধুই হাহাকার।