ইট কাঠ আর পাথরের এ শহর
কিছুটা আলোর ঝলকানি
আর চাকচিক্যের আলো আঁধারি
আবর্জনা আর লোহা লক্কড়ের জঞ্জাল
ধূলো,তুলো আর সুতোর ঝনঝনানি
এখানে মেশিনের শব্দ অহরহ
এখানে ক্লান্তির ছায়া প্রতিনিয়ত
এখানে লোকচক্ষুর অন্তরাল কিছু নেই
এখানে ভালবাসা নেই।
স্বার্থ আর স্বার্থের চুলচেরা বিশ্লেষণে
জীবনের মুহূর্তগুলোই মলিন হয়ে যায়
স্বপ্নের দেখা কখনও মেলে না।
এ শহর আমায় দেখে
আমিও দেখি এক অদ্ভুত চোখে
নেশা লাগানো লাল আলোর সানগ্লাস
প্রকৃত কার হাতে!
সময় পার হয় মেঘের পালকে
ডানা ঝাঁপটায় কিছু স্মৃতি
প্রকৃতি তারই ডাক মেনে নেয়
যে মিলিয়ে যায় না
ইট কাঠ আর পাথরের হয়ে রয়ে যায়
ভাস্করের ন্যায়।


সফেদ বিহঙ্গ