সম্পর্কের নেই কোন বাঁধা ধরা নিয়ম কিংবা নীতিবোধ।
কিংবা কোন ইচ্ছার বহিঃপ্রকাশ।
না এটি কোন অভ্যেস বা প্রয়োজন।
না কোন লেনদেনের আত্মপ্রকাশ।
না এটা শৃঙ্খলা আনে জীবনে না ভাঙে।
এটি মন জগতের এক অদ্ভুত খেলা যা দু'পক্ষই বেশ উপোভোগ করে।
কেউ হেরে গিয়ে কাঁদে, কেউ জিতে গিয়ে হাসে।
কেউ বা খেলা ভেঙে দিয়ে মাঝ পথেই উঠে যায়।
সম্পর্কের মূলত কোন সংজ্ঞাই হয় না।
যেন এটি এক সংজ্ঞা বিহীন অসঙ্গত জীবন কাব্য।